ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভারতের অর্থনীতিবিদ বিবেক দেবরয়ের মৃত্যু, মোদির শোক

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ১ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ভারতের অর্থনীতিবিদ বিবেক দেবরয়ের মৃত্যু, মোদির শোক

চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, সুবক্তা, গবেষক ও অনুবাদক বিবেক দেবরায়। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

নরেন্দ্র মোদির শাসনামলে ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। মৃত্যুর দিন পর্যন্ত কাজ করেছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর নিশ্চিত করেছে।

অসুস্থতার কারণে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শুক্রবার সকালে প্রয়াত হন তিনি। 

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ড. দেবরায় এর আগে পুনের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের (জিআইপিই) চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

দেবরায়ের জন্ম শিলংয়ের এক বাঙালি পরিবারে। স্বাধীনতার সময় তাঁর পিতামহ তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটের হবিগঞ্জ জেলার পইল গ্রাম থেকে শিলংয়ে এসেছিলেন। কলকাতায় পড়াশোনার পালা শেষ করে দিল্লি ‘স্কুল অফ ইকনমিক্স’-এ পড়াশোনা করেছিলেন তিনি। এর পরে গন্তব্য ছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ।

বিবেক দেবরায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক বার্তায় তিনি বলেন, ‘‘ড. বিবেক দেবরায় একজন প্রশংসনীয় পণ্ডিত ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরো অনেক কিছুতে সুপণ্ডিত ছিলেন৷ তাঁর কাজের মাধ্যমে, তিনি ভারতের বৌদ্ধিক ল্যান্ডস্কেপে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন।’

জনপ্রিয়