লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমানহামলায় এক প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
শনিবার ( ২ নভেম্বর) লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে এই ঘটনা ঘটে।
শনিবার বিকাল ৩টা বেজে ২৩ মিনিটে কাজে যাওয়ার পথে বৈরুতের হাজমিয়ে এলাকার নিহত হন মোহাম্মাদ নিজাম (৩১)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে লেবাননের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
কাজে যাওয়ার পথে সেখানে কফি খাওয়ার জন্য গিয়েছিলেন বলে জানিয়েছে দূতাবাস।
বিমান হামলায় ঘটনাস্থলেই নিহত হন নিজাম।
সেপ্টেম্বরের শেষে লেবাননের বিরুদ্ধে পুর্ণ মাত্রার আগ্রাসন শুরু করে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি কয়েকদিনের মাঝে স্থল হামলাও শুরু করে ইসরায়েল। এই অভিযানের লক্ষ্য হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে দূরে সরানো। তা সত্ত্বেও, এই সংঘাতে অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।
চলমান সংঘাতে নিজামই প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে নিহত হলেন।
নিহত নিজাম ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলাল খারেরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও মায়ের নাম মোসা. আনোয়ারা বেগম।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মাদ নিজাম উদ্দিনকে 'রেমিট্যান্স যোদ্ধা' বলে অভিহিত করেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি নিজামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।