ভারতের উত্তরাখণ্ড রাজ্যে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে। এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। খবর টাইমস অব ইন্ডিয়ার
সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোরায়। বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল এবং পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোড়া মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর গিরিসঙ্কটে পড়ে যায়।
এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছন আর আহত হয়েছেন আরো ১০ জন।
আলমোড়ার দুর্যোগ মোকাবেলা কর্মকর্তা বিনীত পাল টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “অন্তত ২০ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের দুমড়ে মুচড়ে যাওয়া অংশের মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা, স্থানীয় গ্রামবাসী তাদের সহযোগিতা করছেন।”
এ পরিস্থিতিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৭টার দিকে পথের এক মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গীত জাগির নদীর খাড়া পাড় ধরে গড়িয়ে পড়ে।
পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।