ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জনগণ নজিরবিহীন ম্যান্ডেট দিয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:১৩, ৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

জনগণ নজিরবিহীন ম্যান্ডেট দিয়েছে: ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর উল্লাসে মাতোয়ারা সমর্থকদের সামনে এলেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। বললেন, “আমেরিকা আমাদের নজিরবিহীন এবং দারুণ শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা।

ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি “অসাধারণ বিজয়” পেয়েছেন।

ট্রাম্প আরো বলেন, এটি হবে আমেরিকার "স্বর্ণযুগ"।

“এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে,” তিনি তার প্রচারণার স্লোগান যোগ করেন।

ট্রাম্পের দরকার আর ৪টি ইলেকটোরাল কলেজ ভোট

পেনসেলভেইনিয়ায় এরই মধ্যে জয় পেয়ে প্রেসিডেন্সির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ট্রাম্প। তার এ জয়ের মাধ্য দিয়ে ইলেকটোরাল কলেজের ২৬৬টি ভোট নিশ্চিত হয়েছে। যেখানে তার প্রতিপক্ষ কমলা হ্যারিস পেয়েছেন মাত্র ১৮৮ ইলেকটোরাল কলেজ ভোট। 

সিএনএন এর পূর্বাভাস বলছে, প্রেসিডেন্ট নির্বাচিত হতে ট্রাম্পের এখন আর মাত্র ৪ টি ইলেকটোরাল কলেজ ভোট দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে গেলে ২৭০ টি ইলেকটোরাল কলেজ ভোট দরকার পড়ে। ট্রাম্প ৩০০’র বেশি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন এমন পূর্বাভাসও দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো বিজয়ী হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন তিনি।

বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।

জনপ্রিয়