ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রশংসায় ইউক্রেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৬:৫০, ৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রশংসায় ইউক্রেন প্রেসিডেন্ট

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রশংসা করেছেন।

বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, যেখানে আমরা ইউক্রেন-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব, বিজয় পরিকল্পনা এবং ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের উপায় নিয়ে বিশদ আলোচনা করেছিলাম।

আরও লিখেছেন, উভয় দেশের জন্য উপকারী রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে ইউক্রেন আগ্রহী। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে একটি শক্তিশালী যুক্তরাষ্ট্রের যুগের অপেক্ষায় আছি।

তিনি বলেন, বিশ্বব্যাপী শান্তির জন্য ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতি প্রশংসার যোগ্য। এই নীতিই ইউক্রেনে ন্যায়বিচারের শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। আশা করি, আমরা এটি বাস্তবায়নে একসঙ্গে কাজ করব।

জেলেনস্কি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে একটি শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের যুগের অপেক্ষায় আছি। আমরা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের অবিরত শক্তিশালী সমর্থনের ওপর নির্ভর করি, তিনি বলেন।

আমরা পারস্পরিকভাবে উপকারী রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বিকাশে আগ্রহী, যা আমাদের উভয় দেশের জন্য উপকৃত হবে, বলেন তিনি।

এদিকে স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওয়েস্ট পাম বিচ এলাকায় সংবাদ সম্মেলনে একটি দুর্দান্ত বিজয় বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ।

ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়। যা আমাদের আমেরিকাকে আবার মহান করতে সহায়তা করবে।

ট্রাম্প নিজেকে বিজয় ঘোষণা করেছেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি। ম্যাজিক ফিগার ২৭০ হতে ট্রাম্পের আর প্রয়োজন মাত্র ৪ ইলেকটোরাল কলেজ ভোট।

ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। তার বক্তব্যের সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে চিৎকার করতে থাকে।

এসময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স। বক্তব্যের এক পর্যায়ের ট্রাম্প ভোটার এবং স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন।

জনপ্রিয়