ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৮, ৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:০৫, ৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় মুগ্ধতা প্রকাশ করেছেন। 

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের দুদিন পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, ‘শুধুমাত্র বিজয়ী হয়েই দেশকে ভালবাসা যায় তা নয়, পরাজিত হয়েও দেশকে ভালোবাসতে হবে। আর মার্কিনরা তা পারে।’

বাইডেন বলেন, ‘আমি তাকে (ট্রাম্প) আশ্বস্ত করছি তার সঙ্গে কাজ করব এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে বাইডেন বলেন, আমেরিকানরা এটাই প্রত্যাশা করে। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কমলা হ্যারিস তার শক্তিশালী সহযোগী ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি তার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যেটা আমি শুরু থেকেই দেখেছি।’

তারা যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, তাতে তার এবং তাদের দলের গর্বিত হওয়া উচিত। 

বাইডেন তার সংক্ষিপ্ত বক্তব্যে তার প্রশাসনের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া নির্বাচনে কমলা হ্যারিসের হেরে যাওয়ার পেছনে অর্থনৈতিক প্রতিশ্রুতি না থাকার বিষয়টি উল্লেখ করেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। 

বাইডেনের চোখের সামনেই ইতিহাস গড়ে তার দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রিপাবলিকানরা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয়। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভাগ্য এখনও অজানা। তবে সেখানেও রিপাবলিকানরাই এগিয়ে।

জনপ্রিয়