ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ট্রাম্প এখনও নিরাপদ নন: পুতিন 

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ২৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ট্রাম্প এখনও নিরাপদ নন: পুতিন 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রুশ প্রেসিডেন্ট মনে করেন, হত্যাচেষ্টার পর এখনও ট্রাম্প নিরাপদ নন। 

গতকাল বৃহস্পতিবার কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
 
গত জুলাইতে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে ট্রাম্প আহত হন। পরে সেপ্টেম্বরে ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের গলফ কোর্স থেকে বন্দুকধারী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্পূর্ণ অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। আমার মতে, তিনি এখনও নিরাপদ নন। দুর্ভাগ্যবশত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন।’

রুশ প্রেসিডেন্ট জানান, মার্কিন নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক বিরোধীদের দ্বারা ট্রাম্পের পরিবার ও সন্তানরা যেভাবে সমালোচিত হয়েছেন তাতে তিনি আরও বেশি হতবাক হয়েছেন। পুতিন বলেন, ‘রাশিয়ায় ডাকাতরাও এমন আচরণ করে না।’ 

রাশিয়ায় পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার বিষয়ে সাংবাদিকদের রুশ প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধের তীব্রতা বাড়িয়ে জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কে আরও কঠিন করে তোলার চক্রান্ত করছে।’  
 
পুতিনের মতে, ট্রাম্প এই যুদ্ধ বন্ধের সমাধান খুঁজে পাবেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘মস্কো সংলাপের জন্য প্রস্তুত।’

জনপ্রিয়