উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে আটক পশ্চিমবঙ্গের বাঙালিদের মুক্তি দেয়া হচ্ছে। ছবি : হিন্দুস্থান টাইমস
নিজেদের ভুল শুধরে নিল ভাররতের উপকূলীয় রাজ্য উড়িষ্যার সরকার। বাংলাদেশি ভেবে পশ্চিমবঙ্গের যে সব অভিবাসী শ্রমিকদের আটক করা হয়েছিল, তাদের অধিকাংশকেই মুক্তি দেওয়া হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সমিরুল ইসলাম নিজেই। জানা গিয়েছে, ৪০৩ জন বাঙালি অভিবাসী শ্রমিককে ছেড়ে দিয়েছে উড়িষ্যা সরকার।
জানা গিয়েছে, ৪৪৭ জন বাংলাভাষী অভিবাসী শ্রমিককে উড়িষ্যায় সরকার আটক করেছিল সম্প্রতি। তাঁদের মধ্যে থেকে অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়া পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার। এদের আটক করেছিল উড়িশ্যা ঝাড়সুগুড়ার পুলিশ।
তৃণমূলের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নাম করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করে বিজেপি শাসিত উড়িষ্যায় সরকার। এই আবহে বাংলার ক্ষমতাসীন দল আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দাবি করেছিল।
জানা যায়, গত ৭ জুলাই ঝাড়সুগুড়া জেলার বাংলাভাষী শ্রমিকদের আবাসিক এলাকায় অভিযান চালায় উড়িষ্যায় পুলিশ। ৪০০-র বেশি মানুষকে আটক করা হয়েছিল সেই অভিযানে। সন্দেহ করা হয়েছিল, তারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। উল্লেখ্য, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা থেকে অনেক শ্রমিক উড়িষ্যায় যান কাজ করতে। তৃণমূলের অভিযোগ, সেই সব শ্রমিকদেরই বাংলাদেশি আখ্যা দিয়ে আটক করা হচ্ছে। এই আবহে কলকাতা হাইকোর্ট রাজ্যের মুখ্যসচিবকে উড়িষ্যায় সরকারের সঙ্গে যোগাযোগ করতেও বলেছিল।
আটক শ্রমিকদের পরিবারগুলি দাবি করে যে তাদের কাছে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো সমস্ত প্রয়োজনীয় নথি ছিল। তবে উড়িষ্যায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, আটক হওয়া ব্যক্তিদের কাছে বাসস্থান বা নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ কাগজপত্র ছিল না। তিনি আরও বলেন, পুলিশ কোনও সম্প্রদায় বা এলাকাকে টার্গেট করছে না, শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। সূত্র: হিন্দুস্থান টাইমস
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।