গত চার আসরে তিনবারই বাংলাদেশের কাছে ফাইনাল হেরে স্বপ্ন ভাঙা ওমান এবার হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। আজ এএইচএফ কাপের সেমিফাইনালে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেছে ওমান। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার মুকুট হারানোর সঙ্গে এ বছর ভারতে হতে যাওয়া এশিয়া কাপে খেলার সুযোগও হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টের সেরা দুই দল কাটবে এশিয়া কাপের টিকিট।