ঢাকা শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

২৫ মার্চ, ২০২৩

দ্রুত বাগে আনতে ২৫ মার্চ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও সংবিধান বিশেষজ্ঞ সাংবাদিক প্রয়াত মিজানুর রহমান খান গুরুত্বপূর্ণ অনেক বিষয়েই লিখেছেন। সংবিধান ও আইন ছাড়াও ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের দুর্লভ অনেক নথির অজানা খবরও আমরা জানতে পেরেছি তাঁর অনুসন্ধানী লেখনী থেকে। এমনই কিছু নথির খবর হলো- ১৯৭১ এর ২৫ মার্চ ও তার পরের কয়েকদিনের সিআইএ প্রতিবেদন এবং তদানিন্তন ইসলামাবাদে নিযু্ক্ত মার্কিন রাষ্ট্রদূত ফারল্যান্ড ও কনসাল জেনারেল ব্লাডের টেলিগ্রাম। সিআইএ প্রতিবেদনে বলা হয়,‘ কয়েকদিনের মধ্যেই অন্তত আওয়ামী লীগকে ধ্বংস এবং পূর্ব বাংলার ওপর কার্যকর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই `২৫ মার্চে নেমে আসে ক্র্যাকডাউন।’ ব্লাড তার টেলিগ্রামে বলেন, ‘পাকিস্তানি সামরিক বাহিনীর সন্ত্রাসের রাজত্ব প্রত্যক্ষ করে আমরা ভয়ানকভাবে আতঙ্কগ্রস্ত, বাকশক্তিহীন।’ ফারল্যান্ড বলেন, ‘পাকিস্তানি সরকারের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ এবং আমাদের বিভিন্ন অপারেশনাল কর্মসূচি রিভিউ করতে হবে।’ এসব প্রতিবেদনের আদ্যোপান্ত আজ পাঠকের সামনে উপস্থাপন করা হলো। 

bigganbox