সিলেট স্ট্রাইকার্স-ঢাকা ক্যাপিটালস ম্যাচের ঘটনাবহুল শেষ ওভার। সামিউল্লাহ শিনওয়ারির টানা ছক্কা আর চার, ফুলটসে আউট আরিফুল হক, পরের বলেও মোস্তাফিজুর রহমানের সাফল্য। শেষ বলে রুয়েল মিয়া চার মারলেও মিলল না সমীকরণ, থেকে গেল জয় থেকে ৬ রানের দুরত্ব। ঢাকার দেয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৯০ রানে আটকে গেল সিলেট। সব মিলিয়ে আসরে দ্বিতীয় জয় ঢাকার, সিলেট আবার হারল টানা তিন ম্যাচ।