গুঞ্জন উঠেছিল, ইউরোপ ছেড়ে সৌদিতে নাকি মানিয়ে নিতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের সংবাদমাধ্যমরা দাবি করেছিল, রোনালদো নাকি মনে করেন- `আধুনিক সমাজ থেকে অনেক পিছিয়ে সৌদি আরব।` তাই আল নাসর থেকে ইউরোপে ফেরার পথ খুঁজছেন রোনালদো। যদিও পর্তুগিজ উইঙ্গার এই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানালেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে বেশ সুখেই আছেন তিনি।