হাইকোর্টের একটি বেঞ্চ বলেছে, নির্বাচন আল্লাহর হুকুমে হচ্ছে। কারণ, সবকিছু তার হুকুমেই হয়। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে। রিট আবেদনের শুনানিকালে বেঞ্চ বলে, সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় সংক্রান্ত বিষয়গুলো ইতোমধ্যে সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করেছে।