উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষার ৩য় দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৮৬৪ পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬২ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ৩৯ জন এইচএসসির, ৮ জন আলিমের এবং ১৫ কারিগরির ।
মঙ্গলবার (১ জুলাই) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।
জানা গেছে, মঙ্গলবার এইচএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ১১ হাজার ৪৮৬ জন। মোট ১ হাজার ৬০০ টি কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯৩ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ২৩১ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৮০ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৩৯ জনের ৭ জন ঢাকা, ১ জন রাজশাহী, ৪ জন কুমিল্লা, ২ জন যশোর, ৫ জন চট্টগ্রাম, ২ জন সিলেট, ৫ জন বরিশাল, ৬ জন দিনাজপুর এবং ৭ জন ময়মনসিংহ বোর্ডের ।
এইচএসসির ৩য় দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪০২, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৫৭৯ , রাজশাহী বোর্ডে ২ হাজার ৫২৭, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪১, সিলেট বোর্ডে ৯৫২, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৫৭৫, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৮৭০, ময়মনসিংহ বোর্ডে১ হাজার ২৮০ ও যশোর বোর্ডে ২ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী।
মাদরাসা বোর্ডে আলিমের ৩য় দিনে সারা দেশের ৪৫৯টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৮৪ হাজার ১৫৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৭৯ হাজার ৫২৫ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৬৩১ জন। অনুপস্থিতির হার ৫ দশমিক ৫০ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এ দিনের বিএম ও বিএমটি, ডিপ্লোমা ইন কমার্সের দ্বাদশ শ্রেণীতে কম্পিউটার অফিস এপ্লিকেশন-২, একাদশ শ্রেনীতে কম্পিউটার অফিস এপ্লিকেশন -১ এবং ভোকেশনালের দ্বাদশ শ্রেণীতে উচ্চতর গণিত-২, একাদশ শ্রেনীতে উচ্চতর গণিত-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৭৩৩টি কেন্দ্রে ১ লাখ ১ হাজার ২৯১ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৯ হাজার ২৮৯ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ২ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৮ শতাংশশিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।