এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ৭৩ | এইচএসসি/আলিম নিউজ

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ৭৩

অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৬৪৫ পরীক্ষার্থী।

#এইচএসসি পরীক্ষা #ইংরেজি #বহিষ্কার #নকল

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষার ৪র্থ দিনে সারাদেশে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৯৩ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ৭৩ জন এইচএসসির, ৬ জন আলিমের এবং ১৪ কারিগরির । এ দিন অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৬৪৫ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ জুলাই) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।

জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ১১ হাজার ১৫ জন। মোট ১ হাজার ৬০০ টি কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯২ হাজার ১০১ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৯১৪ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৮৭ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৭৩ জনের ১৪ জন কুমিল্লা, ১৩ জন ময়মনসিংহ, ১১ জন ঢাকা, ১০ জন চট্টগ্রাম, ৯ জন বরিশাল, ৫ জন দিনাজপুর, ৫ জন যশোর, ৪ জন রাজশাহী, ২ জন সিলেট, এবং বোর্ডের।

এইচএসসির ৪র্থ দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৮৪, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৪৩, রাজশাহী বোর্ডে ২ হাজার ৫৯১, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৬২, সিলেট বোর্ডে ৯৬৫, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৭৯৫, কুমিল্লা বোর্ডে ২ হাজার ২২৫, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৬ ও যশোর বোর্ডে ২ হাজার ৬২৩ জন পরীক্ষার্থী।

মাদরাসা বোর্ডে আলিমের ৪র্ দিনে সারা দেশের ৪৫৯টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৮৪ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৭৯ হাজার ৪৪৩ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৭০০ জন। অনুপস্থিতির হার ৫ দশমিক ৫৯ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এ দিনের বিএম ও বিএমটির দ্বাদশ শ্রেণিতে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন, একাদশ শ্রেণিতে ব্যবসায় গণিত ও পরিসংখ্যান, ভোকেশনালের দ্বাদশ শ্রেণিতে পদার্থ বিজ্ঞান-২, একাদশ শ্রেণিতে পদার্থ বিজ্ঞান-১ এবং ডিপ্লোমা ইন কমার্সের দ্বাদশ শ্রেণিতে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন, একাদশ শ্রেণিতে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৭৩৩টি কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৯ হাজার ৩৬৬ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩১ জন। অনুপস্থিতির হার ২ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এইচএসসি পরীক্ষা #ইংরেজি #বহিষ্কার #নকল