ড. সি আর আবরার। ছবি : সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে আজ বুধবার বিকেলে বৈঠকে বসবেন ইবতেদায়ি শিক্ষকদের ৫ সদস্যের প্রতিনিধিদল। শিক্ষা উপদেষ্টার কাছে ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নসহ ৬ দাবি তুলে ধরবেন তারা।
প্রতিনিধিদলে রয়েছেন, হাফেজ মাওলানা আহম্মদ আলী, মো. জাকির হোসেন, মাওলানা মো. মোছলেহ উদ্দিন, মো. রেজাউল হক ও মো. তৌকির আহমেদ মনির।বুধবার দুপুরে ইবতেদায়ি শিক্ষকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে জানানো হয় শিক্ষকরা বেশ কিছু দাবি তুলে ধরবেন শিক্ষা উপদেষ্টার কাছে।
এর মধ্যে রয়েছে, অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে অনুদানপ্রাপ্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার মতো এমপিওভুক্ত করার জন্য গণবিজ্ঞপ্তি জারির ব্যবস্থা গ্রহণ। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০০৮ খ্রিষ্টাব্দে ১ ডিসেম্বরের মঞ্জুরীর স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি। অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে অনুদানপ্রাপ্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ন্যায় ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থা করার দাবি। সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা অনলাইনের মাধ্যমে নবায়নসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অবকাঠামো সরকারিভাবে সংস্কার, মেরামত, নির্মাণ জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।