বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ছবি : সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিত নিয়ে ভুয়া প্রেসবিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বিষয়টি সরকারি কর্ম কমিশনের (পিএসসির) নজরে আসায় এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এ বিষয়ে সতর্ক করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-এর স্বাক্ষর সম্বলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে যা কমিশনের নজরে এসেছে।
এ প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এরকম কোনো প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন থেকে দেয়া হয়নি। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি বা নোটিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।