বাউবির এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল | এইচএসসি/আলিম নিউজ

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল

প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৪ শত ১৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন।

#এইচএসসি ২০২৫ #বাউবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫ আগামীকাল সারাদেশে একযোগে শুরু হচ্ছে।

শুক্রবার (৪ জুলাই) দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের ২৪৪টি পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৪ শত ১৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৪ শত ৫০ জন পুরুষ এবং ১৫ হাজার ৯ শত ৬৪ জন নারী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা ৮ আগস্ট শুক্রবারে শেষ হবে।

প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এইচএসসি ২০২৫ #বাউবি