ছবি : সংগৃহীত
সংবিধান ছুঁড়ে ফেলার পক্ষে বিএনপি নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কখনোই আপস করেনি বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়াই দলীয় প্রেরণার মূল উৎস, যিনি বারবার রক্ষা করেছেন গণতন্ত্রের অস্তিত্ব।’
সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় দলীয় নীতিতে কোনো ছাড় নেই জানিয়ে এই নেতা বলেন, বিভিন্ন জেলায় সংগঠনের গঠনমূলক কাজ চলার পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। বিশৃঙ্খলা সৃষ্টি করা চার থেকে পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রশাসনিক ও সাংগঠনিক পদক্ষেপ।
শৃঙ্খলা ও নীতিগত কঠোরতার বার্তা দিয়ে বিএনপি ভবিষ্যতের আন্দোলন ও দল গঠনে আরও সুসংগঠিত হতে চায় বলে মন্তব্য করেন রিজভী।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।