বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় ৬-৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার কবাই ইউনিয়ন বিএনপি আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির নির্ধারিত তারিখ দেয়া ছিল। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
প্রধান অতিথি ঘটনাস্থলে পৌঁছার আগেই সেখানে ইউনিয়ন বিএনপি ক্যাডার রিগান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মন্টু গাজী, যুবদল নেতা হাসান, ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা চালিয়ে ৬-৭ জনকে মারধর ও আহত করে। হামলাকারীরা এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাঙচুর করেছে। হামলাকারীরা সকলেই বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খানের সমর্থক।
হামলায় কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া (৬২), প্রবীন বিএনপি সমর্থক জয়দর হাওলাদার (৭০) ও বিএনপি কর্মী সুমন আকন (৫০) সহ ৬-৭ জন আহত হয়।
বিকেল ৫টার দিকে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রধান অতিথি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে একটি সন্ত্রাস বিরোধী মিছিল পেয়ারপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মোটর সাইকেল মহড়া দিয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট রাজন থানায় গিয়ে ওসি আবুল কালাম আজাদের সাথে মতবিনিময় করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
এ বিষয় জানতে জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন জানান, শনিবার বিকেলে কবাই ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কথা ছিল। তিনি সেখানে পৌঁছার ৩০ মিনিট আগেই জেলা বিএনপি'র আহবায়ক আবুল হোসেন খানের নির্দেশে তার ক্যাডার বাহিনী হামলা ও ভাঙচুর চালায়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, কবাই ইউনিয়নের ঘটনায় বিএনপি নেতা এ্যাডভোকেট রাজন তার সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে অবহিত করেছেন। তিনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।