ছবি : সংগৃহীত
রাজধানীর মিটফোর্ডে পাথর মেরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন শ্লোগান দিতে শোনা গেছে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, অর্ন্তবর্তী সরকারের এই সময়ে কীভাবে একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা আরো বলেন, পাথর মেরে ব্যবসায়ীকে কারা হত্যা করেছে, তা জাতির কাছে স্পষ্ট। তারা শুধু হত্যাই করে নাই, লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছে। চব্বিশ উত্তর স্বাধীন বাংলাদেশে যারা চাঁদাবাজ কায়েম করতে চায়, তাদেরকে জাতি কখনো মেনে নেবে না। এই ধর্ষণ ও চাঁদাবাজি দেখার জন্য আমরা আন্দোলন করি নাই। ওরা মানুষ মারবে কিন্তু আপনারা তার বিচার করতে পারবেন না। তাহলে ক্ষমতায় থাকার দরকার নেই। অপরাধী যে দলেরই হোক তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করুন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।