নিখোঁজ মো. শহিদ সিকদার
মধ্যবাড্ডায় সাত দিন ধরে মো. শহিদ সিকদার (৪0) নামের ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শহিদ পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার কাকরাবুনিয়া গ্রামের বাসিন্দা। গত ২৫ জুন থেকে তার আর খোঁজ পাওয়া মিলছে না বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় রোববার তার মা হাসিনা বেগম বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বুধবার দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন রয়েছে পরিবার।
নিখোঁজ ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন বেপারীপাড়া রাস্তায় বাসার নিচে নিজের অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি কিছুটা মানসিক ভারসাম্য অবস্থায় ছিলেন। তবে খুব বেশি বেপরোয়া আচরণ করতেন না। সুস্থ মানুষের মতোই সব কাজ করতে পারতেন তিনি। তিনি বাড্ডায় সবজির ব্যবসা করতেন।
যদি কেউ শহিদের খোঁজ পান তাহলে 01764682766 এই নাম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
বাড্ডা থানার এসআই মো. রাশেদুল ইসলাম দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা খোঁজ-খবর নেয়ার চেষ্টা করেছি। ইতোমধ্যে তার পরিবারকে একটি স্থান থেকে ফোন করেছিলো বলে জানিয়েছে। আমরা পোন নম্বরটি চেয়েছি। আমাদের কাজ চলমান রয়েছে। আশাকরি একটা অগ্রগতি হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।