চারদিনেও সন্ধান মেলেনি সৈকতে নিখোঁজ চবি শিক্ষার্থীর | বিশ্ববিদ্যালয় নিউজ

চারদিনেও সন্ধান মেলেনি সৈকতে নিখোঁজ চবি শিক্ষার্থীর

সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের সন্ধান মেলেনি গত চারদিনেও।

#শিক্ষার্থী #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #নিখোঁজ

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের সন্ধান মেলেনি গত চারদিনেও।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যান অরিত্রসহ আরও দুজন শিক্ষার্থী।

সেইদিনই উদ্ধার করা হয় কে. এম. সাদমান রহমান সাবাবের মরদেহ। পরদিন বুধবার শহরের সমিতিপাড়া সাগর পয়েন্ট থেকে উদ্ধার হয় আসিফ আহমেদের মরদেহ। তবে এখনও নিখোঁজ রয়েছেন ২২ বছর বয়সী অরিত্র হাসান।

অরিত্র বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। নিহত ও নিখোঁজ তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নিখোঁজ অরিত্রের খোঁজে এখনও সাগর ও উপকূল এলাকায় তৎপর রয়েছে উদ্ধারকর্মীরা। সমুদ্রের উত্তাল ঢেউ আর প্রতিকূল পরিবেশের মধ্যেও চলমান রয়েছে তাদের নিরলস অভিযান।

#শিক্ষার্থী #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #নিখোঁজ