বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমর গান ‘সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে’ গানের রচয়িতা, কবি, শিশুসাহিত্যিক, শিশুসংগঠক ও বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদার মৃত্যুবার্ষিকী আজ।
ফজল-এ-খোদা ১৯৪১ খ্রিষ্টাব্দের ৯ মার্চ পাবনার বেড়া উপজেলার বনগ্রামে জন্মগ্রহণ করেন। একাত্তরের এপ্রিলে তৎকালীন রেডিও পাকিস্তানের চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি রণাঙ্গনে ২ নম্বর সেক্টরে ছিলেন। বাংলাদেশ বেতারের মুখপাত্র বেতার বাংলার প্রথম সম্পাদক ছিলেন তিনি। শিশু-কিশোরদের জন্য ‘শাপলা শালুক’ তার সম্পাদনায় প্রকাশিত হয়।
তিনি শিশুসংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা এবং এর পরিচালক ‘মিতাভাই’ নামে খ্যাত। পঁচাত্তরের ৩ অক্টোবর বঙ্গবন্ধুর খুনিরা তাকে ‘বঙ্গবন্ধু বেতার কেন্দ্র’ প্রতিষ্ঠার অভিযোগে গ্রেপ্তার করে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে-সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, ভালোবাসার মূল্য কত, কলসি কাঁখে ঘাটে যায় কোন রূপসী, বাসন্তী রং শাড়ি পরে কোন বঁধুয়া চলে যায়, মানুষের গান আমি শুনিয়ে যাবো প্রভৃতি।
বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম গানটি’ ১২তম স্থান পেয়েছিলো। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০২৩ খ্রিষ্টাব্দে তাকে একুশে পদক প্রদান করে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ খ্রিষ্টাব্দের এ দিনে তিনি ৮০ বছর বয়সে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।