চলচ্চিত্র সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। আবু হায়াত মাহমুদের পরিচালনায় আসন্ন এই সিনেমায় শাকিব খানের চরিত্র এবং নায়িকা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী দীপা খন্দকার।
গুঞ্জন উঠেছে এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয়ের জন্য টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকারকে নেওয়া হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা করা হয়নি। তবে মধুমিতার সঙ্গে শাকিবের একটি ফটোকার্ড ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়েই আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।
পিচ্চি হান্নান চরিত্রে মোশাররফ করিম, কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খান ও লিড ফিমেল চরিত্রে মধুমিতা- এমন একটি ফটোকার্ড ফেসবুকে পোস্ট করে প্রশ্ন ছুঁড়ে দীপা লেখেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয়, তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’ তার সেই পোস্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
হৃদয় সাহা নামের একজন ফেসবুক ব্যবহারকারী যুক্তি তুলে ধরে লেখেন, ‘কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আছেন,তবুও কেন তাদের লোকাল প্রোডাকশনে জয়া আহসান কে নেয়া হয়, কেন নুসরাত ফারিয়ারা অভিনয় করে?’
এমডি সুজন মল্লিক লিখেছেন, ‘বাংলাদেশের চেয়ে কলকাতার ফিমেলরাই বেটার মনে করি। শিল্পীদের কোন দেশ নেই তারা সবদেশে অভিনয় করতে পারবে, রাজ্জাক থেকে অনেক অভিনেতা অভিনেত্রী কলকাতায় অভিনয় করছে।’
এমডি জনি মিয়া নামের একজন দীপার পোস্টে কমেন্ট করেছেন, ‘এখনো শাকিব খান বাদে কোন প্রকার কাস্টিং ঠিক হল না। এসব ফেসবুকেই রিউমার আপু এসব।’
বাংলাদেশি সিনেমায় টালিউড অভিনেত্রীদের কাজ করার বিষয়টি অবশ্য নতুন নয়। আগেও বহু পশ্চিমবঙ্গের নায়িকাকে দেখা গেছে ঢালিউডের সিনেমায়। সাম্প্রতিক সময়েও শাকিব খানের সিনেমাগুলোতে নিয়মিত দেখা যাচ্ছে টালিউড তারকাদের। এবারের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের দুই সিনেমাতেও ছিলেন ভারতের অভিনেত্রী দর্শনা বণিক ও ইধিকা পাল।
অন্যদিকে বাংলাদেশের অনেক শিল্পীও নিয়মিত টালিউডে কাজ করছেন। দীর্ঘদিন ধরে সেখানে সফলভাবে কাজ করছেন জয়া আহসান, নুসরাত ফারিয়া, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মিথিলা, তাসনিয়া ফারিণ প্রমুখ। তাই দীপার পোস্ট ঘিরে তৈরি হওয়া বিতর্কে অনেকেই পাল্টা যুক্তি দিচ্ছেন।