গণহত্যা সমর্থনকারী শিক্ষকদের বিচার দাবি ঢাবিতে মানববন্ধন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল
শিক্ষকদের মধ্যে যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, উসকানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে তাদের বিচারের দাবি জানানো হয়েছে।
রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণভবনে গিয়ে গণহত্যার সমর্থন ও উৎসাহদাতা শিক্ষকদের বিচারের আওতায় আনতে হভে।