পুরান ঢাকার সূত্রাপুর মৌজায় দীর্ঘ ১৪ বছর যাবত খাস মহলের নামে জারিকৃত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পুরনো ঢাকা নাগরিক কমিটি।
রোববার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গেন্ডারিয়ার লোহারপুল (জহির রায়হান নাট্য মঞ্চ) হতে পোস্তগোলা পর্যন্ত সড়কে মানববন্ধন করেন তারা।
এ সময় ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীও অংশগ্রহণ করেন।
তারা বলেন, পুরান ঢাকার সূত্রাপুর মৌজায় দীর্ঘ ১৪ বছর যাবত খাস মহলের নামে জারিকৃত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবহেলার কারণে গেন্ডারিয়ার লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবি জানান তারা।