ফিজিওথেরাপি সেন্টারে অভিযান ও হয়রানি বন্ধের দাবি | মেডিক্যাল নিউজ

ফিজিওথেরাপি সেন্টারে অভিযান ও হয়রানি বন্ধের দাবি

`স্বাধীনতার আগে থেকেই ফিজিওথেরাপিস্টগণ ডাক্তার পদবি নিয়ে প্র্যাকটিস করছেন। স্বাধীনতার পর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেটেও ফিজিওথেরাপিস্টদের ডাক্তার পদবিতে উল্লেখ করা হয়েছে। ২০১০ খ্রিষ্টাব্দে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনে জটিলতা সৃষ্টি হওয়ায় মহামান্য সুপ্রিমকোর্টে বিপিএ রীট পিটিশন দায়ের করে। মহামান্য সুপ্রিমকোর্টের আদেশ অনুযায়ী স্নাতক ডিগ্রীধারী ফিজিওথেরাপিস্টগণের পদবী ও প্র্যাকটিসের ক্ষেত্রে বিএমডিসি আইন প্রযোজ্য হবে না।'

#ফিজিওথেরাপি সেন্টার #বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন #বিপিএ #মেডিক্যাল

দেশের বিভিন্ন স্থানে ফিজিওথেরাপি সেন্টারে পরিচালিত অভিযানের নামে হয়রানি বন্ধ ও পেশাজীবীদের অপমানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। দ্রুত অভিযান বন্ধ করে সংশ্লিষ্টদের সেবা প্রদানে সহযোগিতা করার অনুরোধ জানান তারা। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বিপিএ জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিসহ ভ্রাম্যমাণ আদালত ফিজিওথেরাপি সেন্টারে অভিযান পরিচালনা করে। এই অভিযানে একজন দণ্ডিত ফিজিওথেরাপিস্টকে প্রেসক্রিপশন লিখা ও ডাক্তার পদবী ব্যবহার করার জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। একইভাবে হবিগঞ্জে একজন সিনিয়র ফিজিওথেরাপিস্টকেও একই আইনের ২৯ ধারা অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮ এর ধারা ৬ (ঢ) অনুযায়ী ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারসমূহের স্বাস্থ্যসেবা পরিদর্শন, অনুমোদন ও নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের উপর ন্যস্ত। এছাড়া আইনের ধারা ১৪ এর ১ অনুযায়ী বাংলাদেশে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা ইউনিটের অনুমোদন ও পরিদর্শনের দায়িত্বও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল কর্তৃপক্ষের। স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা অধিভুক্ত কোন সিভিল সার্জন দপ্তর এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নন।

এই প্রসঙ্গে, বিপিএ এর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার আগে থেকেই ফিজিওথেরাপিস্টগণ ডাক্তার পদবি নিয়ে প্র্যাকটিস করছেন। স্বাধীনতার পর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেটেও ফিজিওথেরাপিস্টদের ডাক্তার পদবিতে উল্লেখ করা হয়েছে। ২০১০ খ্রিষ্টাব্দে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনে জটিলতা সৃষ্টি হওয়ায় মহামান্য সুপ্রিমকোর্টে বিপিএ রীট পিটিশন দায়ের করে। মহামান্য সুপ্রিমকোর্টের আদেশ অনুযায়ী স্নাতক ডিগ্রীধারী ফিজিওথেরাপিস্টগণের পদবী ও প্র্যাকটিসের ক্ষেত্রে বিএমডিসি আইন প্রযোজ্য হবে না।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, ফিজিওথেরাপি পেশাজীবীদের বিরুদ্ধে পরিচালিত এমন অভিযান সম্পূর্ণ বে-আইনি এবং আদালত অবমাননার সামিল। বিপিএ এ অভিযানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে ফিজিওথেরাপিস্টগণকে হয়রানি করার প্রেক্ষিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। জানান, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি) ফিজিওথেরাপিস্টদের সরকারি নিয়ন্ত্রক সংস্থা। এ কাউন্সিল ২০১৮ খ্রিষ্টাব্দে আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে যা ফিজিওথেরাপিস্টগণের পেশাগত প্র্যাকটিস, ফিজিওথেরাপি স্বাস্থ্যসেবা কেন্দ্র অনুমোদন, ফিজিওথেরাপি কারিকুলামের স্বীকৃতি ও ফিজিওথেরাপি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদানকল্পে গঠিত হয়েছে। বিআরসি আইন ২০১৮ অনুযায়ী ফিজিওথেরাপিস্ট হবার নুন্যতম যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ৫ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি। বিআরসি আইন ২০১৮ এর ধারা ২ এর ১২ অনুযায়ী ফিজিওথেরাপিস্টরা প্র্যাকটিশনার অর্থাৎ তারা স্বাধীনভাবে রোগী দেখে ফিজিওথেরাপি প্রেসক্রিপশন করেন। এ আইনের ধারা ২ এর ৯ ও ১০ অনুযায়ী, রিহ্যাবিলিটেশন টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি স্বাস্থ্যসেবা প্রদান করেন। আইন অনুযায়ী, রিহ্যাবিলিটেশন টেকনোলজিস্ট হবার যোগ্যতা স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টিতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

এছাড়া সম্মেলনে বক্তব্য দেন, বিপিএ এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং জুলাই আন্দোলনে মেরুদণ্ডে বুলেটের আঘাত প্রাপ্ত ফিজিওথেরাপি চিকিৎসক ডা. এইচ এম ইয়াসিন আলী।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ফিজিওথেরাপি সেন্টার #বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন #বিপিএ #মেডিক্যাল