ডিপ্লোমা চিকিৎসক পদ ঘোষণাসহ ৪ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
রোববার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা মেডিক্যাল কেন্দ্রীয় পরিষদ, ডিপ্লোমা মেডিক্যাল প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাদের দাবিগুলো হলো-
>>অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেডে উন্নীত না করে পদোন্নতি থেকে বঞ্চিত করে রাখা।
>> আমাদের পেশাগত পরিচয় সন্মানজনক উপাধি ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি, হাইকোর্টের রায় বাস্তবায়ন না করা।
>> দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদে দুই অধিদপ্তরের ৩২০০ পদের ছাড়পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়ার পরেও, নিয়োগ না দিয়ে গ্রামীণ স্বাস্থ্য সেবা ধ্বংস করা।
>> আন্তর্জাতিক মানদণ্ডে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার বিষয়ে (বার বার স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর সিদ্ধান্ত নেওয়ার পরও যেমন- ব্যাচেলর অফ ক্লিনিক্যাল মেডিসিন এন্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট) উদ্যোগ গ্রহণ করার পর তা বাস্তাবায়ন না করা।