মোদিকে আম উপহার দিলেন ড. ইউনূস | অন্তর্বর্তীকালীন সরকার নিউজ

মোদিকে আম উপহার দিলেন ড. ইউনূস

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্ক কিছুটা শীতল থাকলেও এ ধরনের প্রীতি উপহার কূটনৈতিক সৌজন্য বজায় রাখার ইঙ্গিত বহন করে।

#নরেন্দ্র মোদি #ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে পাঠিয়েছেন রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম।

দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে, আমের চালান এরই মধ্যে সীমান্ত অতিক্রম করে দিল্লিতে পৌঁছেছে। শিগগিরই মোদির সরকারি বাসভবন সাত নম্বর লোককল্যাণ মার্গে আম পাঠানো হবে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্ক কিছুটা শীতল থাকলেও এ ধরনের প্রীতি উপহার কূটনৈতিক সৌজন্য বজায় রাখার ইঙ্গিত বহন করে।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস কয়েক দিন আগে গুজরাটে সেতু দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় নরেন্দ্র মোদিকে শোকবার্তা পাঠান। তার আগে কোরবানির ঈদ উপলক্ষে মোদিও পাঠিয়েছিলেন ঈদের শুভেচ্ছা।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ১১ মাসে ড. ইউনূস ও মোদির মধ্যে একবারই সরাসরি বৈঠক হয়েছে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে, এপ্রিল মাসে।

প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার সময় থেকেই প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারপ্রধানদের মৌসুমি ফল উপহার পাঠানোর রেওয়াজ চালু হয়। এবারও সেই ঐতিহ্য অব্যাহত রেখেছে অন্তর্র্বর্তী সরকার।

গতকাল ত্রিপুরা রাজ্য সরকার ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ৩০০ কেজি হাঁড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠানো হয়। প্রতিবছরই বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরায় এই উপহার প্রথা অব্যাহত রয়েছে। একইভাবে ত্রিপুরা সরকারও কূটনৈতিক উপহার হিসেবে বাংলাদেশকে দেয় রসালো কুইন জাতের আনারস।

কয়েক বছর আগে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, আম তার সবচেয়ে প্রিয় ফল।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#নরেন্দ্র মোদি #ড. ইউনূস