জুলাই আন্দোলনের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা। রোববার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন তারা। আগামী ৫ আগস্টের মধ্যে তারা কর্মসূচি সম্পন্ন করেন।
জানা গেছে, মহান জুলাই আন্দোলনের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় ২ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ঔষধি, ফলদ ও সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষ রোপণ করবেন তারা।
বৃক্ষ রোপণের স্থান হিসেবে জুলাই উদ্যান, মীর মুগ্ধ সরোবর, কেন্দ্রীয় মসজিদসংলগ্ন মাঠ এবং ক্যাম্পাসের অন্যান্য জায়গা নির্ধারণ করা হয়েছে।
সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমাদের লক্ষ্য জুলাই মাসের মধ্যেই ২ হাজার বৃক্ষ রোপণ সম্পন্ন করা। এর ধারাবাহিকতায় আজ জুলাই উদ্যানে বৃক্ষ রোপণ করা হয়েছে। আমরা এর মাধ্যমে জুলাইকে শিক্ষার্থীদের মাঝে জাগ্রত রাখতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।