অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে | জাতীয় নিউজ

অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে

২০২৪ খ্রিষ্টাব্দের ৪ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি তিনি নিজে কিংবা প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোন থানায় জমা দিয়েছেন কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি কিংবা বনানী থানাকে অবহিত করা হয়নি। আনিসুল হকের অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি।

#অস্ত্র #আনিসুল হক #আইনমন্ত্রী

রাজধানীর বনানী থানার অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত ও জমা দেওয়া জন্য নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আদেশ ব্যাপকভাবে প্রচারের পর আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তিদের মধ্যে অনেকেই তাদের নিকটতম থানায় অস্ত্রে-গোলাবারুদ জমা করেননি। যে সমস্ত ব্যক্তিরা যাদের নিকটে থাকা অস্ত্র ও গুলি জমা করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।

আবেদনে আরও বলা হয়, ২০২৪ খ্রিষ্টাব্দের ৪ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি তিনি নিজে কিংবা প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোন থানায় জমা দিয়েছেন কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি কিংবা বনানী থানাকে অবহিত করা হয়নি। আনিসুল হকের অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি।

আবেদন বলা হয়, আগ্নেয়াস্ত্র বনানী থানায় কিংবা অন্য থানায় জমা না দিয়া অস্ত্র আইনে অপরাধ করেছে। মামলার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের সার্থে অস্ত্রের অবস্থান নির্ণয় ও উদ্ধার করার নিমিত্তে আসামি আনিসুল হককে জিজ্ঞেসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডের প্রয়োজন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক (দিদার) আসামির জামিন বাতিলপূর্বক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#অস্ত্র #আনিসুল হক #আইনমন্ত্রী