খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ‘উইক অব ওয়েলকাম’ নামে একাডেমিক ওরিয়েন্টেশন।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ ওরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়েছে। চলবে ৫ দিনব্যাপী। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃজন ও সৃষ্টিশীলতার কেন্দ্র। এখানেই একজন শিক্ষার্থী নিজের পরিচয় ও ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণ করে। এই সময়টি নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। তাই শিক্ষার্থীদের উচিত আত্মজিজ্ঞাসা ও আত্মপ্রস্তুতির মধ্য দিয়ে নিজেদের লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্যে অবিচল থাকা।
তিনি আরো বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় একটি ব্যতিক্রমী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছাত্ররাজনীতি না থাকলেও শিক্ষার্থীরা সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতন। যার উদাহরণ আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’ এ দেখতে পেয়েছি।
আমাদের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে, তা প্রমাণ করে যে তারা দেশ, সমাজ ও সময়ের প্রেক্ষিতে কতটা দায়বদ্ধ এবং সজাগ। এছাড়া একই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজটে পড়তে হয় না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তারা শিক্ষাকোর্স সম্পন্ন করতে পারে।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যসূচিভিত্তিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সহশিক্ষামূলক কার্যক্রমেও আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি। নেতৃত্ব বিকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডসহ নানা রকম সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিকশিত হওয়ার সুযোগ পায়।
এ সময় শিক্ষার্থীদের সতর্ক করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন যেমন সম্ভাবনার দুয়ার খুলে দেয়, তেমনি ভুল পথে পরিচালিত হওয়ার আশঙ্কাও থেকে যায়। অসৎ সঙ্গ, মাদক, র্যাগিং ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করতে পারে। এসব বিষয় থেকে নিজেকে দূরে রাখতে হবে।
এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। একই অনুষ্ঠানে নতুনভাবে মুদ্রিত স্টুডেন্ট হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন এবং তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক ও জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. এস এম তৌহিদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধানরা এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একাডেমিক ওরিয়েন্টেশনের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং শিক্ষা ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।