ব্যর্থতা থেকে বিজয়: ১০০% পাস, জিপিএ-৫ অর্জন | এসএসসি/দাখিল নিউজ

ব্যর্থতা থেকে বিজয়: ১০০% পাস, জিপিএ-৫ অর্জন

দুঃখজনক রেকর্ড নিয়ে আলোচনায় আসে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়। তবে ২০২৫ সালে দৃশ্যপট বদলে গেছে। এবার ওই বিদ্যালয় থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করেছে, আর একজন শিক্ষার্থী পেয়েছে কাঙ্ক্ষিত জিপিএ-৫। এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ

#এসএসসি #এসএসসি ও সমমান পরীক্ষা #এসএসসি ভোকেশনাল #জিপিএ-৫

গত বছরের এসএসসি পরীক্ষায় সবাই ফেল করেছিল—এই দুঃখজনক রেকর্ড নিয়ে আলোচনায় আসে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়। তবে ২০২৫ সালে দৃশ্যপট বদলে গেছে। এবার ওই বিদ্যালয় থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করেছে, আর একজন শিক্ষার্থী পেয়েছে কাঙ্ক্ষিত জিপিএ-৫। এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়। সেই ফলাফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। শিক্ষা কার্যক্রমের মান নিয়ে প্রশ্ন উঠে, এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে আটজন শিক্ষার্থী অংশ নেয়—ছয়জন বিজ্ঞান বিভাগ এবং দুজন মানবিক বিভাগ থেকে। সব শিক্ষার্থীই পাস করে, আর বিজ্ঞান বিভাগের একজন অর্জন করে জিপিএ-৫।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, গত বছরের ফল আমাদের ভীষণভাবে মানসিকভাবে আঘাত করেছিল। সেই ব্যর্থতা থেকেই আমরা শিখেছি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাই একযোগে পরিশ্রম করেছে। মহান আল্লাহর কৃপায় এবার শতভাগ পাস ও একটি জিপিএ-৫ পেয়েছি, এটা আমাদের জন্য বিশাল অর্জন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, গতবারের হতাশাজনক ফলাফলের পর আমরা শিক্ষক-শিক্ষিকাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দিয়েছিলাম। তারা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, যার ফল আমরা আজ দেখতে পাচ্ছি। এজন্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি #এসএসসি ও সমমান পরীক্ষা #এসএসসি ভোকেশনাল #জিপিএ-৫