ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলে যেমন উচ্চ শিক্ষার মান বাড়ার বদলে কমেছে, প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল করে লাভ হবে না। প্রথমেই সংখ্যা বৃদ্ধি না করে মানের দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।
শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অধ্যাপক মামুন এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, টেকনিক্যাল স্কুলের শিক্ষকদের বেতন সাধারণ স্কুলের বেতন স্কেল থেকে ভিন্ন এবং বেশ বেশি হতে হবে। সত্যিকারের মানসম্পন্ন শিক্ষক পেতে চাইলে টেকনিক্যাল স্কুলের শিক্ষকদের বেতন ও অন্যান্য সুবিধা বেশি দিতে হবে কারণ তারা অন্যত্র চাকরি করলে আমাদের স্কুল কলেজের যে বেতন তার চেয়ে অনেকগুন বেশি টাকা আয় করবে। তিনি প্রশ্ন রাখেন তবে কেন তারা টেকনিক্যাল স্কুলের শিক্ষক হবে।
একবারে অনেক টেকনিক্যাল স্কুল না করে প্রথম পর্যায়ে জেলা পর্যায়ে করার পরামর্শ দেন অধ্যাপক মামুন।
নিচে পোস্টটি হুবহু তুলে ধরা হলো......
'বাংলাদেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কাজ চলছে" - শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সিআর আবরার।
নিঃসন্দেহে অত্যন্ত যুগোপযুগী উদ্যোগ। কিন্তু এই উদ্যোগ কোন সুফল বয়ে আনবে না যদি সত্যিকারের মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হই। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খুলে যেমন উচ্চ শিক্ষার মান বাড়ার বদলে কমেছে যেমনি প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল করে লাভ হবে না। প্রথমেই সংখ্যা বৃদ্ধির দিকে না যেয়ে মানের দিকে নজর দেন প্লিজ।
টেকনিকাল স্কুলের শিক্ষকদের বেতন সাধারণ স্কুলের বেতন স্কেল থেকে ভিন্ন এবং বেশ বেশি হতে হবে। সত্যিকারের মানসম্পন্ন শিক্ষক পেতে চাইলে টেকনিক্যাল স্কুলের শিক্ষকদের বেতন ও অন্যান্য সুবিধা বেশি দিতে হবে কারণ এরা অন্যত্র চাকুরী করলে আমাদের স্কুল কলেজের যেই বেতন তার চেয়ে অনেকগুন বেশি টাকা আয় করবে। তবে কেন তারা টেকনিক্যাল স্কুলের শিক্ষক হবে। ইন ফ্যাক্ট, একবারে অনেক টেকনিক্যাল স্কুল না করে প্রথম পর্যায়ে জেলা লেভেলে করুন।
প্রয়োজনে চীন থেকে বেশি বেতনে ভালো শিক্ষক আনুন। দেখবেন বাংলাদেশের বেকার সমস্যা অতি দ্রুত কমে যাবে। বর্তমানে টেকনিক্যাল শিক্ষার প্রতি মানুষের কোন আস্থা নাই। আপনারা যদি কয়েকটি মডেল টেকনিকাল স্কুল করে সেখানে চীন থেকে অভিজ্ঞ শিক্ষক এনে নিয়োগ দেন দেখবেন মানুষের আস্থা এসেছে। এই শিক্ষকদের দ্বারা নিজের দেশের ছেলেমেয়েদের দক্ষ শিক্ষক হিসাবে তৈরী করুন। এক সময় আমাদেরকে আর বিদেশী শিক্ষকদের উপর আর নির্ভর করতে হবে না। কিন্তু যাই করেন এই সেক্টরে মানসম্মত ভালো শিক্ষক পেতে হলে অবশ্যই উন্নত বেতন স্কেল দিতে হবে। আমার এই প্রেসক্রিপশন যদি না মানেন তাহলে উপজেলা কেন প্রতিটি ইউনিয়ন লেভেলে ও যদি একটি করে টেকনিক্যাল স্কুল খুলেন কাঙ্খিত লেভার কাছাকাছিও পাবেন না। এই ক্ষেত্রে জার্মানি ও চীন আমাদেরকে সহায়তা করতে পারবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।