নিয়োগবিধি সংশোধনসহ ৬ দাবিতে বরিশালে স্বাস্থ্য সহকারীদের অবস্থান | দেশবার্তা নিউজ

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দাবিতে বরিশালে স্বাস্থ্য সহকারীদের অবস্থান

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান তাদের দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

#বরিশাল

৬ দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সিভিল সার্জন অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড দেয়া ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা দেয়া এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড দেয়ার দাবি জানান অবস্থানকারীরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান তাদের দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এ কে এম মইনুদ্দিন খোকন সভাপত্বিতে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগের সভাপতি জিয়াউল হাসান কাবুল।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বরিশাল