এমপিও শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল | বিবিধ নিউজ

জবাব দেবে সংশ্লিষ্টরা এমপিও শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোতে দৈনিক শিক্ষার পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানা যায়, রুলের কপি হাতে পাওয়ার পর দেখবেন এবং জবাব দেবেন। একাধিক শিক্ষক নেতা জানিয়েছেন অতীতে এমন শত শত রুল হয়েছে সব রুলেরই জবাব দিয়েছেন সংশ্লিষ্টরা। এবারও জবাব দিয়ে দেবেন।

#প্রধান শিক্ষক #হাইকোর্ট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিওভুক্তির পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরুর কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

মঙ্গলবার (১ জুলাই) রিটকারীদের আইনজীবী বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। রুলের কপি পাওয়া যায়নি।

এর আগে, সারা দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা প্রথম যোগদানের তারিখ থেকে গণনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ রেজাউল করিমসহ ৮০ জন প্রভাষক।

আইনজীবীরা জানান, সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় এমপিওভুক্ত হওয়ার তারিখ থেকে, তাদের প্রথম চকরিতে যোগদানের তারিখ থেকে নয়। যদিও সব চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির কর্মকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা হয়। যা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংবিধানের ২৭ এবং ২৯ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তদুপরি জ্যেষ্ঠতামূলক এ বৈষম্য নিরসনের জন্যই এই রিট পিটিশন দায়ের করা হয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোতে দৈনিক শিক্ষার পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানা যায়, রুলের কপি হাতে পাওয়ার পর দেখবেন এবং জবাব দেবেন।

একাধিক শিক্ষক নেতা জানিয়েছেন অতীতে এমন শত শত রুল হয়েছে সব রুলেরই জবাব দিয়েছেন সংশ্লিষ্টরা। এবারও জবাব দিয়ে দেবেন।

#প্রধান শিক্ষক #হাইকোর্ট