ফরিদপুরে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে বাউবির এইচএসসি পরীক্ষা অনুষ্ঠতি হয়ছে। ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী উপ-আঞ্চলিক কেন্দ্রের ১২ টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ১ হাজার ৮৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। পুরুষ পরীক্ষার্থী ১ হাজার ৭ জন এবং নারী পরীক্ষার্থী ৮৬৮ জন।
শুক্রবার (৪ জুলাই) থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৫।
এ দিন ফরিদপুর শহরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন। এসময় কলেজের উপাধ্যক্ষ ও এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী প্রফেসর আনিসুল ইসলাম এবং বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের প্রোগ্রাম অফিসার ফারুখ আহমেদ সাথে ছিলেন।
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক পরিচালক দেশ ও জাতি গঠনে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো
মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।