অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দায়িত্ব শেষ হওয়ার পর তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না। তার কোনো রাজনৈতিক দলের প্রতি মোহ নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।
বুধবার (২ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম এসব কথা বলেন। তিনি লেখেন, দায়িত্ব শেষে আবারও ফিরে যেতে চান সাংবাদিকতা ও লেখালেখির জগতে।
শফিকুল লিখেছেন, 'আমার কিছু বই লেখার পরিকল্পনা আছে। চাইলে সারা জীবন শুধু জুলাই অভ্যুত্থান নিয়েই লিখে কাটিয়ে দিতে পারি। কারণ, আমি জীবনে এত স্বতঃস্ফূর্ত, সাহসী, প্রাণবন্ত ও বিস্তৃত রাজনৈতিক আন্দোলন আর দেখিনি।'
তিনি আরও লেখেন, 'আমার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর কী করবো, তা নিয়ে নানা গুঞ্জন চলছে। কেউ কেউ বলছেন, আমি নাকি কোনো বড় রাজনৈতিক দল অথবা সদ্য গঠিত নতুন রাজনৈতিক দলে যোগ দেবো। কিন্তু সত্যি বলতে, আমার কোনো রাজনৈতিক দলে যোগদানের ইচ্ছা নেই। আমি এমপি হতে চাই না, কোনো রাজনৈতিক নেতার জীবনও আমাকে টানে না।'
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রেস সচিব লেখেন, 'সিঙ্গাপুর কিংবা ইউরোপের মতো দেশে রাজনীতি অনেকটা নিরাপদ ও সম্মানজনক হলেও, আমাদের দেশে রাজনৈতিক নেতৃত্ব সাধারণত আর্থিক নিরাপত্তা দেয় না—যদি না আপনি দুর্নীতির সঙ্গে যুক্ত হন।'
স্ট্যাটাসে শফিকুল আরও দাবি করেন, 'গত কয়েক মাসে আমি আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে বেশ কয়েকবার হুমকি পেয়েছি। তবে এটা হয়তো হতাশাগ্রস্ত কিছু মানুষের চিৎকার, যারা জনগণের আস্থা হারিয়েছে।'
তিনি লেখেন, 'আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার কাছেই ফিরে যেতে হবে। তাই আমি নির্ভার এবং আশাবাদী।'
শফিকুল আলমের এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিকভাবে স্পষ্ট অবস্থান গ্রহণ করায় অনেকেই তাকে সাধুবাদ জানাচ্ছেন। তবে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, সেটাই এখন দেখার বিষয়।