লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না: শিবির সভাপতি | ফিচার নিউজ

লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না: শিবির সভাপতি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুইজন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন- “জুলাই ঘোষণাপত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?”

#ছাত্রশিবির #জুলাই ঘোষণাপত্র #জুলাই আন্দোলন

‘জুলাই ঘোষণাপত্র কখন হবে?’ এ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (৪ জুলাই) রাতে তিনি এ পোস্ট দেন। তিনি লিখেছেন, আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন- জুলাই ঘোষণাপত্র কখন হবে?

শিবির নেতার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তোলে ধরা হলো-

‘জুলাই ঘোষণাপত্র কখন হবে?

আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন- জুলাই ঘোষণাপত্র কখন হবে?

“আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সঙ্গে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মূল্য কি আপনাদের কাছে নেই?

লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুইজন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন- “জুলাই ঘোষণাপত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?”

আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দেবেন। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ।’

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ছাত্রশিবির #জুলাই ঘোষণাপত্র #জুলাই আন্দোলন