চলতি এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে ৫৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এদিন দুপুর ২ টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রতিটি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়।
জানা গেছে, চলতি বছর ময়মনসিংহ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৭ হাজার ১৬১ জন, অংশ নিয়েছিলেন ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন, ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন। পাস করেছেন ৬১ হাজার ৪৫৬ জন। এরমধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন, ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। ফেল করেছেন ৪৪ হাজার ১০২ জন। এরমধ্যে ছাত্র ২৪ হাজার ১৬০ জন, ছাত্রী ১৯ হাজার ৯৪২ জন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছেন ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৩ দশমিক ০৪ শতাংশ।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন।
প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার গ্রেডিং সিস্টেমে, প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট দেয়া হয়। সাধারণত, ৮০ বা তার বেশি পেলে এ+ (৫ দশমিক ০০), এ পেলে ৪ দশমিক ০০, এ- পেলে ৩ দশমিক, পেলে ৩ দশমিক ০০, সি পেলে ২ দশমিক ০০, ডি পেলে ১ দশমিক ০০ এবং এর নিচে এফ (০ দশমিক০০) গ্রেড দেয়া হয়।
এখানে গ্রেড এবং নম্বরগুলোর একটি বিস্তারিত তালিকা দেয়া হলো: ৮০-১০০ নম্বর: এ+ (জিপিএ: ৫ দশমিক ০০), ৭০-৭৯ নম্বর: এ (জিপিএ: ৪ দশমিক ০০), ৬০-৬৯ নম্বর: এ- (জিপিএ: ৩ দশমিক ৫০), ৫০-৫৯ নম্বর: বি (জিপিএ: ৩ দশমিক ০০), ৪০-৪৯ নম্বর: সি (জিপিএ: ২ দশমিক ০০), ৩৩-৩৯ নম্বর: ডি (জিপিএ: ১ দশমিক ০০), ৩২ বা তার কম: এফ (জিপিএ: ০ দশমিক ০০)।
এই গ্রেডগুলো মূলত সামগ্রিক গ্রেড পয়েন্ট (জিপিএ) গণনার জন্য ব্যবহৃত হয়। প্রতিটি বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টকে মোট বিষয় সংখ্যা দিয়ে ভাগ করে জিপিএ হিসাব করা হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।