উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, কেউ যদি মনে করে আমি রাজনীতি করবো। অবশ্যই আপনি রাজনীতির অঙ্গনে চলে যান। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা আপনি ছেড়ে দেন।
শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের প্রেক্ষিতে দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম একটি জরিপ চালায়। এ জরিপে শিক্ষা উপদেষ্টার মন্তব্যের সঙ্গে একমত ৫২ শতাংশ মানুষ।
জরিপে অংশ নেয়া বাকি ৪৪ শতাংশ মানুষ অবশ্য এমন মন্তব্যের সঙ্গে একমত নন। এ ছাড়া ৪ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মতই দেননি।
গত ২৪ জুন দুপুর থেকে শুরু হয়ে ২৫ জুন দুপুর পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই জরিপ চলানো হয়।
দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ২ হাজার ৭৮৪ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ হাজার ৪৫০ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ১ হাজার ২২১ জন মানুষ। হ্যাঁ বা না কোনো মন্তব্য করেননি ১১৩ জন।
জরিপের প্রশ্ন করা শিক্ষকতা ছাড়ুন, শিক্ষা উপদেষ্টার মন্তব্যের সঙ্গে আপনারাও কি তাই মত? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।
প্রসঙ্গত, গত ২৩ জুন দুপুরের মুহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, রিসার্চ ফেয়ার এবং একাডেমিক এক্সিলেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কেউ যদি মনে করে আমি রাজনীতি করবো। অবশ্যই আপনি রাজনীতির অঙ্গনে চলে যান। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা আপনি ছেড়ে দেন। কারণ রাজনীতিতে ভালো যোগ্য লোকের দরকার আছে। সেখানেও আপনি সম্মান পাবেন। কিন্ত পঙ্কিল রাজনীতি আপনি বিশ্ববিদ্যালয়ের চত্বরে আনবেন না। এ হচ্ছে আমাদের আহ্বান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনের দিনগুলো রাজনৈতিক সরকার আসবে তারা বিষয়গুলোকে বিবেচনায় আনবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।