গ্রেফতার হয়ে হাজতবাস এবং অনুমোদন না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি সব অঞ্চলের পরিচালক ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছ।
মঙ্গলবার (১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো দপ্তর বা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ফৌজদারি অথবা অন্য কোনো মামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার বা হাজতবাস হলে এবং অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের যাবতীয় তথ্য যথা গ্রেফতার ও কর্মস্থলে অনুপস্থিতির তারিখ উল্লেখ করে তাৎক্ষণিকভাবে অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ করা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।