ছবি : দৈনিক শিক্ষাডটকম
সিটি করপোরেশনের রাস্তা দখল করে নিজ বাড়ির গেট নির্মাণ করেছিলেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এর ফলে বছরের পর বছর ভোগান্তিতে পড়তে হয়েছে এলাকাবাসীর।
অবশেষে রাস্তা দখল করে নির্মিত সেই গেটটি অপসারণ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উচ্ছেদ শাখার কর্মীরা গেটটি অপসারণ করে নিয়ে যায়।
বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নগরীর বটতলা এলাকাধীন আদম আলী হাজির গলিতে খিরদ মুখার্জি লেনে রাস্তা দখল করে নির্মিত গেটের কারণে মানুষ ভোগান্তিতে ছিল। এজন্য গেট নির্মাণ করা জাহাঙ্গীর কবির নানকের ভাই মো. লিটুকে গেট অপসারণের জন্য সিটি করপোরেশন থেকে তিনবার চিঠি দেয়া হয়েছিলো। এর পরও গেটটি অপসারণ করা হয়নি।
তাই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযান চালিয়ে গেটটে অপসারণ করা হয়েছে। পাশাপাশি গেটটি তারা জব্দ করে নগর ভবনে নিয়ে গেছেন। গেটের মালিক পক্ষ আসলে আইনি প্রক্রিয়ায় গেটটি তাদের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।