জাবিতে জুলাই হামলার ঘটনায় তদন্ত কমিটির সাক্ষ্যগ্রহণ ৮ জুলাই | বিশ্ববিদ্যালয় নিউজ

জাবিতে জুলাই হামলার ঘটনায় তদন্ত কমিটির সাক্ষ্যগ্রহণ ৮ জুলাই

১৪ জুলাই রাত ১১টা থেকে পরদিন ভোররাত ৩টা পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জুলাই সন্ধ্যায় ১০ নম্বর ছাত্র হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং গভীর রাতে উপাচার্য বাসভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর চালানো গুলিবর্ষণ ও সহিংস হামলার ঘটনা, এবং ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সামনে গুলিবর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্তের লক্ষ্যে সিন্ডিকেটের নির্দেশে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #জুলাই আন্দোলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গতবছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় একাধিক স্থানে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৮ জুলাই সাক্ষ্য গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগেও একবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এবার বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই রাত ১১টা থেকে পরদিন ভোররাত ৩টা পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জুলাই সন্ধ্যায় ১০ নম্বর ছাত্র হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং গভীর রাতে উপাচার্য বাসভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর চালানো গুলিবর্ষণ ও সহিংস হামলার ঘটনা, এবং ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সামনে গুলিবর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্তের লক্ষ্যে সিন্ডিকেটের নির্দেশে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই তদন্ত কমিটি আগামী ৮ জুলাই সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে স্বতঃপ্রণোদিত বা আহ্বানে সাড়া দেয়া সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পরিচালনা করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের তথ্যপ্রমাণসহ এই সময়ে উপস্থিত থেকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, তদন্ত কমিটি ইতোমধ্যে সংগৃহীত ভিডিয়ো ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করার কার্যক্রমও চালাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #জুলাই আন্দোলন