প্রতীকী ছবি
মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে কুমিল্লার বাঙ্গরা বাজার এলাকায় মা-মেয়ে ও ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার আকিবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন রোকসানা আক্তার রুবি, মেয়ে জোনাকি ও ছেলে রাসেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকের ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে কে বা কারা তাদের গণপিটুনি দেয়। এরপর তারা মারা যায়।
তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহতদের বিরুদ্ধে আগে থেকে মাদক ব্যবসার অভিযোগ ছিল। এর জেরে কেউ তাদের হত্যা করে থাকতে পারে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।