মিটফোর্ডের সামনে হত্যা: ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ | বিশ্ববিদ্যালয় নিউজ

মিটফোর্ডের সামনে হত্যা: ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

#শিক্ষার্থী #ঢাবি #মিটফোর্ড হত্যাকাণ্ড #সমাবেশ

মিটফোর্ড হাসপাতালে সামনে প্রকাশ্যে এক যুবককে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে টিএসসি চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দিবালোকে নির্মমভাবে একজন যুবককে হত্যা করা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির বহিঃপ্রকাশ।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেখানে কোনো উন্নয়ন টিকবে না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সমাবেশ থেকে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি সম্পর্কে জনসমক্ষে প্রতিবেদন প্রকাশের দাবি জানান। তা না হলে আরো কঠোর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে সাধারণ শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষার্থী #ঢাবি #মিটফোর্ড হত্যাকাণ্ড #সমাবেশ