বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা | বিবিধ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। এই অভ্যুত্থানকে কোনোভাবেই ক্ষমতার পালাবদলের হাতিয়ার বানানো যাবে না।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম। গত ২৫ জুন কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সভাপতি রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। এই অভ্যুত্থানকে কোনোভাবেই ক্ষমতার পালাবদলের হাতিয়ার বানানো যাবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের ব্যানার ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

রিফাত রশিদ দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং তা সংবিধানের অংশ করার দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, নির্বাচন-পূর্ব সংস্কার নিশ্চিত করেই পরবর্তী নির্বাচন হতে হবে।

রিফাত বলেন, গণঅভ্যুত্থনে নিহতদের বিচার, ভোটাধিকার হরণ, গুম ও হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #কমিটি