শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনে নতুন নির্দেশনা | শিক্ষক নিবন্ধন নিউজ

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনে নতুন নির্দেশনা

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

#পুলিশ ভেরিফিকেশন #শিক্ষক নিয়োগ #এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন ‍নির্দেশনা অনুযায়ী ডি -আর ফরম সরাসরি পুলিশ অধিদপ্তরের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানা যায়।

পরিপত্রে আরো জানা যায়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

এর আগে এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডি-আর ফরম প্রাপ্তির পর তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠাতো। তবে হঠাৎ করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই ওয়েবসাইট ব্যবহার করতে দেবে না বলে একটি চিঠি পাঠায় এনটিআরসিএকে।

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনে নতুন নির্দেশনা

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#পুলিশ ভেরিফিকেশন #শিক্ষক নিয়োগ #এনটিআরসিএ