২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। ফল বিশ্লেষণে দেখা গেছে, জামালপুর জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও এবারের পরীক্ষায় পাস করতে পারেনি। পুরো জেলার শিক্ষাক্ষেত্রে এমন ফলাফল উদ্বেগের জন্ম দিয়েছে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের মাঝে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার একটি, মেলান্দহ উপজেলার ৩টি, মাদারগঞ্জ উপজেলার ৩টি, ইসলামপুর, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলার একটি করে বিদ্যালয়ের সব শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
জেলার মেলান্দহ উপজেলার ১নং দুরমুট ইউনিয়নের কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এম.এ মজিদ বালিকা বিদ্যালয় থেকে ৮ জন ও সরুলিয়া আহম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর কেউ উত্তীর্ণ হয়নি। ইসলামপুর উপজেলার সভারচর মডেল জুনিয়র স্কুলের ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
এদিকে সরিষাবাড়ি উপজেলার চাপারকোনা মনজিলা বালিকা বিদ্যালয়ের ১০ জন পরীক্ষার্থীর কেউ উত্তীর্ণ হয়নি। বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ হোসনা ওসামানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিলে সেই পরীক্ষার্থীও ফেল করেছেন। এছাড়া জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে মাদারগঞ্জ উপজেলার তিনটি প্রতিষ্ঠান থেকে ৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই পরীক্ষায় অকৃতকার্য হয়। উপজেলার রাবেয়া রইস বালিকা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ৩ জন, নিশ্চিন্তপুর বালিকা দাখিল মাদরাসা থেকে ১০ জন এবং কে.পি.এইচ আদর্শ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল কিন্তু কেউই উত্তীর্ণ হয়নি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।