জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গনিপুর দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা যায়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
গনিপুর দাখিল মাদরাসা সূত্রে জানা গেছে, চলতি বছর মাদ্রাসাটি থেকে মোট ২৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশের পর দেখা যায়, সবাই অকৃতকার্য হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১০টি মাদরাসা থেকে মোট ২৭৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৮২ জন উত্তীর্ণ হয়েছে। বাকিরা অকৃতকার্য হয়েছে। গনিপুর মাদ্রাসার ফলাফল ছিল সবচেয়ে হতাশাজনক।
মাদরাসা সুপার মাওলানা হাবিবুর রহমান বলেন, আমাদের মাদ্রাসায় সবাই ফেল করেছে—এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এটা অত্যন্ত দুঃখজনক ও অবিশ্বাস্য। কী কারণে এমন ফল হয়েছে, তা খতিয়ে দেখা হবে।ৎ
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, গনিপুর দাখিল মাদরাসা কেউ পাস করতে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, এমন ফলাফলে আমরা উদ্বিগ্ন। সুপার এবং মাদরাসা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে এর পেছনের কারণ অনুসন্ধান করা হবে।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।