চাকরিতে ১৪তম গ্রেড, টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পিরোজপুর জেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার সাত উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরা এতে অংশ নেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও শ্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দেশের রোগ প্রতিরোধ, টিকাদান কর্মসূচি ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার। বেতন কাঠামো ও পদমর্যাদায় ন্যায্য স্বীকৃতি থেকে এখনও বঞ্চিত।
তারা আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুসারে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমান অন্তর্ভুক্ত করে ১৪তম গ্রেড এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।
সেইসঙ্গে পদোন্নতিতে ধারাবাহিকতা ও উচ্চতর গ্রেডের সুযোগ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
বক্তারা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণে সরকারের কাছে বারবার আবেদন জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তাই বাধ্য হয়ে আবারও মাঠে নামতে হয়েছে। দ্রুত দাবি মেনে না নিলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের পিরোজপুর শাখার সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আল মামুন, এ ছাড়াও রফিকুল ইসলাম, সাগর শিকদার, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, রুবেল হাওলাদার, রনিসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।