ছবি : সংগৃহীত
মাদরাসা শিক্ষাবোর্ডের আলিম পরীক্ষায় বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ‘ভরসা হলো, আর দমাতে পারবো না’— শেখ মুজিবুর রহমানের এই বক্তব্যকে উদ্ধৃত করে একটি প্রশ্ন করা হয়। শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা এই প্রশ্নকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শিক্ষার্থীরা বিস্ময় প্রকাশ করেছে।
গত মঙ্গলবার (১ জুলাই) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলোচনায় আসা ওই প্রশ্নপত্রের ১৫ নম্বরে রয়েছে— ‘ভরসা হলো, আর দমাতে পারবে না।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভরসা হওয়ার কারণ। প্রশ্নের উত্তরের অপশনগুলোর মধ্যে বলা হয়: (ক) বাঙালি বুঝেছে তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়; (খ) একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবরে সারা দেশে হরতাল হয়েছে; (গ) ফরিদপুরে রাজবন্দীর মুক্তি চেয়ে স্লোগান হওয়ায়; এবং (ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেয়ায়।
জানতে চাইলে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আলিম পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের বিষয়ে জেনেছি। আসলে আমরা তো প্রশ্নপত্র দেখি না, তাই আগে থেকে কিছু জানিনা। ২০২২ খ্রিষ্টাব্দের এনসিটিবির বাংলা পাঠ্যবইয়ে সিলেবাসে বঙ্গবন্ধুর এ বিষয়টি আছে। প্রশ্ন যারা সেট করেছে এবং যারা মডারেশনে ছিলো তারা বিষয়টি জানে। আমরা জেনেছি পরীক্ষা শুরু হওয়ার পর। এরই মধ্যে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ৩-৪ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট বোর্ডে জমা দেয়া হবে। অভিযুক্তকে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শাস্তি দেয়া হবে।
এই প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, জুলাই যেতে না জেতেই শেখ মুজিবুর রহমানকে হিরো বানিয়ে এমন প্রশ্ন সংবেদনশীলতা লঙ্ঘন করেছে। আরেক শিক্ষার্থী লিখেন, বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা থাকলেও, এমন প্রশ্ন করার আগে আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমরা শ্রদ্ধা করি, কিন্তু প্রশ্নের কাঠামো আমাদের বিভ্রান্ত করেছে।
তবে মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রশ্নটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত মূল পাঠ্যবই থেকে নেয়া হয়েছে। পাঠ্যবইয়ে এখনও ওই অংশ থাকায় উদ্দেশ্যমূলক ভাবে তা কেউ প্রশ্নে অন্তর্ভুক্ত করেছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।