বাংলার প্রকৃতিতে এখন বর্ষাকাল। এই সময় আকাশ থেকে বৃষ্টি ঝরলেই, প্রকৃতি প্রশান্তিতে ভরে ওঠে। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার সক্রিয়তা কিছুটা কম থাকায় কয়েক দিন ধরে বৃষ্টিপাতের ব্যাপ্তিও কম দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে সপ্তাহখানেক।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আগামী ৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে পরদিন শুক্রবার থেকে বৃষ্টি মূলত বেশি বাড়তে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে অন্তত ৮ বা ৯ জুলাই পর্যন্ত।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
তবে আজ সন্ধ্যার পর বা আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকালও দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৫ মিলিমিটার। এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে ২৩ মিলিমিটার এবং বরিশাল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।